হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর পরকীয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুই শিশু সন্তানসহ আব্দুর রউফ (৩২) নামের এক স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফের সঙ্গে স্ত্রীর পরকীয়া নিয়ে ঝগড়া হয়।
একপর্যায়ে আব্দুর রউফ তার দুই সন্তান আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তারকে (৫) নিয়ে বিষপান করেন।
বিষয়টি নজরে এলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় দুই সন্তান মারা যান। পরে সকাল সাড়ে ১০টায় আব্দুর রউফও মৃত্যুবরণ করেন। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রচণ্ড বিষক্রিয়ার কারণে তাদের বাঁচানো সম্ভব হয়নি।