সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

স্বেচ্ছাসেবক নেতার দখল থেকে জায়গা উদ্ধারে প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৭, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মুক্তাদির রহমান শুভ, (নারায়ণগঞ্জ সদরসংবাদদাতা):  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন রানার অবৈধ দখল থেকে জায়গা উদ্ধারে প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নির বলে মালিক হওয়া জনাব গোলাম কিবরিয়া শাহীন।

খানপুর মৌজার সিএস দাগ ৩৮১, এসএ দাগ ৫৪৮ এবং আরএস দাগ ৮৮/১০৭ এর ১৪.১৯ শতাংশ প্লটটির উপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সাথে মালিক পক্ষের বিগত ২০১১ইং সাল হতে মালিকানা নিয়ে মামলা চলমান আছে।

উল্লেখিত জায়গাটি মোঃ ফয়জুর রহমানের নামে সর্বশেষ ২০২৩-২০২৫ অর্থবছর পর্যন্ত খাজনা পরিশোধ করা আছে। সিটি কর্পোরেশন মামলা দায়ের করার পরেও তারা তাদের পক্ষে কোন প্রমান কোর্টে দাখিল করতে পারে নি। বিগত আওয়ামী সরকারের আমলে শামীম ওসমানের সহযোগী টুন্ডা নাসির জায়গাটি পেশীশক্তির জোরে দখল করে অবৈধভাবে হোটেল এবং শোরুম তুলে রেখেছিলো।

৫ই আগস্ট,২০২৪ইং দেশে গণঅভ্যুত্থান এর পরে স্বেচ্ছাসেবক দলের নেতা রানা এ জায়গাটি জোরপূর্বক দখল করে রেখেছে। এ বিষয়ে পাওয়ারের বলে মালিক গোলাম কিবরিয়া শাহীন মহামান্য আদালত হতে ১৪৫ ধারা জারি করে আদালত থেকে নির্দেশনা আনলেও অজ্ঞাত কারণে থানা পুলিশ এ ব্যাপারে কোন ভূমিকা রাখছে না।

জায়গাটি উদ্ধারে গেলে আজ সকাল ১১:৩০ এর দিকে কিছু লোক জায়গার মালিকপক্ষের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করেছে। এ ব্যাপারে সরকার, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মালিকপক্ষ এবং নিজেদের জীবনের নিরাপত্তা চেয়েছেন।

সর্বশেষ - সংবাদ