শাহাদাত হোসেন: বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেক হতদরিদ্র মানুষ রয়েছে, যারা ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমরা চাচ্ছি, দেশের যেসব জেলায় এমন মানুষদের খুঁজে পাওয়া যায়, সেসব এলাকায় আমাদের দল কাজ করুক। তাদের জীবনের বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে তুলে ধরুক, যেন সমাজের বুকে তাদের কষ্টের কথা পৌঁছানো যায়।
আপনাদের প্রতি আমাদের অনুরোধ।
আপনারা যারা নিজ নিজ জেলার প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাস্তবতা জানেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হোন। আপনি চাইলে নিজের এলাকার এমন হতদরিদ্র পরিবার বা ব্যক্তি সম্পর্কে আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে, তাদের কণ্ঠস্বরকে সবার সামনে তুলে ধরতে।
আমাদের লক্ষ্য: উপেক্ষিত মানুষের জীবনকে সমাজে দৃশ্যমান করা।