মোঃ হাসান ( জেলা সংবাদদাতা)
হাতিয়ার বুকে এক টুকরো গর্ব — দ্বীপ সরকারি কলেজ
অনেকেই জানেন না, বাংলাদেশের দক্ষিণের এক দ্বীপে লুকিয়ে আছে এমন এক শিক্ষাপ্রতিষ্ঠান, যা সৌন্দর্য ও পরিবেশে অনন্য—হাতিয়া দ্বীপ সরকারি কলেজ।
যেখানে একদিকে সবুজে মোড়া ক্যাম্পাস, আরেকদিকে শান্ত, নিরিবিলি পরিবেশ।
যে কেউ একবার এই কলেজে প্রবেশ করলেই অবাক হবে এর স্থাপত্য আর প্রকৃতির মেলবন্ধনে।
কক্সবাজার বা সেন্ট মার্টিনের মতো জায়গা সবাই চেনে, কিন্তু হাতিয়ার মতো দ্বীপে এত সুন্দর ও পরিপাটি একটি সরকারি কলেজ আছে, এটা অনেকেই কল্পনা করেন না।
প্রতিদিনের পাঠদানের পাশাপাশি এখানে গড়ে উঠছে ভবিষ্যতের নেতা, শিক্ষক, বিজ্ঞানী আর সচেতন নাগরিক।
এই কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটা হাতিয়ার আলোকবর্তিকা, যেখানে শিক্ষার আলো ছড়াচ্ছে সমুদ্রপাড়ের ছেলে-মেয়েদের জীবনে।
এই দ্বীপ শুধু প্রকৃতিতে নয়, শিক্ষায়ও সমৃদ্ধ—যা চোখে না দেখলে বোঝা যায় না।”