এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা। দুই দফায় গোবিন্দগঞ্জ উপজেলা সদরের হিমাদ্রি কোল্ডস্টোরেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শী ও কৃষকরা জানান, হিমাগারে আলু রাখার বুকিং স্লিপের জন্য কৃষকরা হিমাদ্রি কোল্ডস্টোরেজের সামনে জড়ো হতে থাকেন। হিমাদ্রি কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক মোজাম্মেল হক তাদের জানিয়ে দেন, স্টোরে ধারণক্ষমতা অনুযায়ী বুকিং কার্ড বিক্রি হয়ে গেছে। এ খবর জানার পর কৃষকরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।
প্রতিবাদে তারা কোল্ডস্টোরেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। পুনরায় একই স্থানে মহাসড়ক অবরোধ করেন কৃষকরা। প্রায় আধা ঘণ্টা অবরোধ চলার পর গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
পরে কৃষকরা অবরোধ তুলে নেন। কৃষকরা জানান, হিমাগারে আলু সংরক্ষণের জন্য কৃষকদের আগে থেকে বুকিং দিতে হয়। কে কী পরিমাণ আলু রাখতে চান, সে অনুযায়ী বুকিং দেন। অবরোধে অংশ নেওয়া কৃষকরা বলছেন, একদিকে এবার হিমাগারে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
অপর দিকে বুকিং স্লিপ বিক্রি শুরু হলেও তিনদিনেই কার্ড শেষ হয়ে যাওয়া রহস্যজনক। তাই অবিলম্বে হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে। এ বিষয়ে গোবিন্দগঞ্জের ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, একজন কৃষক কমপক্ষে পাঁচ বস্তা করে আলু যাতে হিমাগারে রাখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।