নারায়ণগঞ্জ সিটি সংবাদদাতা: হোসিয়ারী ব্যবসায়ীর অভিযোগ। চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই সহোদর কে বেধড়ক পিটিয়েছে সন্ত্রাসীরা। মালামাল সহ ছিনিয়ে নেয় নগদ টাকা, মোবাইল ফোন। শহর প্রতিনিধি ।
অভিযোগ-পত্রে দেখা যায়, নারায়ণগঞ্জ নয়ামাটি হোসেন মার্কেটে এ ঘটনা ঘটে, ১১ মে বেলা ২ ঘটিকার সময়ে নিউ জিমখানা ও রেলি বাগান এলাকার সন্ত্রাসী সানি,শামিম ও রনির নেতৃত্বে ৪-৫ জনের একটি গ্রুপ, মেসার্স এ এন্ড জে হোসিয়ারীতে বেআইনি ভাবে প্রবেশ করিয়া পূর্ব ঘোষিত চাঁদা না পেয়ে ব্যবসায়ী দুই সহোদর সুমন ও সেলিম কে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে।
এ সময় নগদ ৩৫ হাজার টাকা, স্মার্টফোন ও ২৫ হাজার টাকা মুল্যের পন্য সামগ্রিই ছিনিয়ে নেয়। ভুক্তভোগী জানায়, তাদের আর্তচিৎকারে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে প্রানে রক্ষা পাই এ সময় সন্ত্রাসীরা হুমকি প্রদর্শন যে প্রতিদিন চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে ও তোমাদের সাথে আরোও খারাপ কিছু ঘটবে বলে বীরদর্পে স্থান ত্যাগ করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তায় খানপুর হসপিটালে আমরা উভয়ই প্রাথমিক চিকিৎসা গ্রহন করি, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে থানায় অভিযোগ দায়ের করি। বেশ কিছুদিন ধরে উক্ত সন্ত্রাসীরা আমাদের কাছ থেকে
চাঁদা দাবি করে আসছিলেন।
দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানাই প্রতিবাদ করি এরই জের ধরে ১১ মে দলবল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আমাদেরকে মারধর করে। আমাদের চিৎকারে আশপাশের লোক ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী সেলিম চাঁদাবাজের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ জানিয়ে নিজেদের নিরাপত্তা ও উক্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
নারায়নগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক বলেন এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগপত্র পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।