মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): মাদকের বিস্তার রোধে খুলনা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের উদ্যোগ চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ১ জুলাই ২০২৫ খ্রিঃ বেলা ১.১০মিনিটের সময় জিরোপয়েন্ট মোড় সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রুচি হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ী ওমর ফারুক (২৪), পিতা-মশিয়ার, সাং-৩ নং ওয়ার্ড কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। জব্দকৃত মাদকের উৎস, পরিবহনে সহায়তাকারী, অর্থ লগ্নিকারীসহ মাদকের গডফাদারদের সনাক্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।