এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): ৭৫ বছর পূর্তি উৎসব স্মৃতি পাঠাগার এর আয়োজনে গাইবান্ধায় ৪৫ উর্ধ্ব প্রাক্তনদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট’২৪ এর উদ্বোধন করেন। ৬ই ডিসেম্বর দারিয়াপুর আমান উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এটি উদ্বোধন করেন প্রবীণ ফুটবল খেলোয়াড় জনাব বাদশা ক্বারী।
উপস্থিত ছিলেন জনাব আব্দুল খালেক আলহাজ্ব তাজুল ইসলাম, আহসানুল হাবীব সাঈদ, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে হাসনাহেনা একাদশ বনাম সূর্যমুখী একাদশ। খেলা দেখার জন্য বিভিন্ন স্হান থেকে হাজার হাজার দর্শক খেলার মাঠে উপস্থিত হন।
খেলার ফলাফল হাসনাহেনা – ০ গোল এবং সূর্যমুখী -২ গোল।