শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

৯ বছরেও চালু হয়নি জামালপুর অর্থনৈতিক অঞ্চল।মো:আরাফাত মিয়া। মেলান্দহ উপজেলা প্রতিনিধি জামালপুর

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১৮, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জেলা পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৬ সালে জামালপুর জেলার দিগপাইত এলাকায় যাত্রা শুরু করে ‘জামালপুর অর্থনৈতিক অঞ্চল’। দীর্ঘ ৯ বছর পার হলেও এখনো শুরু হয়নি কোনো শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম। এতে হতাশ হয়ে পড়েছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা গেছে, অর্থনৈতিক অঞ্চলটি এখনো বেশিরভাগ অংশে খোলামেলা পড়ে আছে।

কিছু কিছু শিল্পকারখানার অবকাঠামো নির্মাণ চললেও উৎপাদন শুরু হয়নি। ৪৩৬ একর জমির ওপর নির্মিত এই অঞ্চলে ২২টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেয়া হলেও মাত্র ৯টি প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করেছে।অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রতিষ্ঠান অচিরেই উৎপাদনে যাবে। তবে বাকি প্রতিষ্ঠানগুলোর চালু হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো সময়সীমা জানাতে পারেনি তারা।

স্থানীয়দের অভিযোগ, কর্মসংস্থানের আশায় তারা কৃষিজমি নামমাত্র মূল্যে দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মসংস্থান না হওয়ায় তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। অনেকে প্রবাস থেকে ফিরে এসেছিলেন স্থানীয়ভাবে কাজ করার আশায়, কিন্তু এখন তারা চরম হতাশায় ভুগছেন। দিগপাইত গ্রামের দেলোয়ার হোসেন বলেন, ‘সরকার বলেছিল শিল্পাঞ্চল হলে এখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আমরা কৃষিনির্ভর মানুষ, শত শত একর জমি দিয়েছি। এখন দেখছি মাঠ ধূধূ পড়ে আছে, কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।’ একই এলাকার জাহিদুল ইসলাম বলেন, ‘নামমাত্র মূল্যে জমি দিয়েছি।

লাখ লাখ লোকের চাকরি হবে বলা হয়েছিল। এখন বসে বসে মশা মারি। আমরা জমি দিয়েছি, এখন সরকার যেন দ্রুত শিল্পকারখানা চালু করে।’ অর্থনৈতিক অঞ্চলের পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী বলেন, ‘শিল্পাঞ্চল এখন পুরোপুরি প্রস্তুত। বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আশা করছি, তারা দ্রুত প্রতিষ্ঠান গড়ে তুলে উৎপাদনে যাবে।’

জানা গেছে, বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন জেলায় ৫০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। বর্তমানে জামালপুরসহ চারটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে, যেগুলো এখনও পুরোপুরি চালু হয়নি।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা

মাদারগঞ্জের মহিষবাথান পূর্বপাড়ায় দীর্ঘ ৩০ বছর পর ডাকাতির চেষ্টা, আহত গৃহকর্তা জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন৷

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

ডিম-পেঁয়াজের পর দাম বাড়ছে ভোজ্যতেলের

নাবিল গ্রুপের এমডি ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

রূপগঞ্জে চালক ও নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

রূপগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ইফতার

স্থিতিশীল সবজির বাজার, দাম বেড়েছে যেসব পণ্যের

বাংলাদেশ জামায়তে ইসলামী, দক্ষিন খাজা ডাঙ্গা ৭ নং ওয়ার্ডের দাওয়াতি গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

শান্তির সংস্কৃতি ও মানবতার চর্চায় বিশ্বাসী বাংলাদেশ: প্রধান উপদেষ্টা