এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): বাংলাদেশের নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড.আব্দুল ওয়াহাব আস সায়দানী,আজ পিরোজপুর জেলা, নেছারাবাদ উপজেলার,আটঘর কুড়িয়ানা বিখ্যাত পেয়ারা বাগান এবং ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট পরিদর্শন করেন।
এর পরে ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফে পবিত্র জুমার নামাজ আদায় করে, মরহুম দাদা পীর সাহেবে এর কবর জিয়ারত করেন।