শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ধামইরহাটে বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে তফসিল ঘোষণা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১১, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মাসুদ সরকার, (ধামইরহাট উপজেলা সংবাদদাতা) নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়েছে। সভাপতি সম্পাদক ও ২টি সাংগঠনিক পদে ১০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ দশক পর এই দ্বি-বার্ষিক নির্বাচন সু্ষ্ঠ ভাবে আয়োজনের জন্য ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক এমদাদুল হক মুকুল জানান, ১১জুলাই মনোনয়ন বিক্রয়, ১২জুলাই মনোনয়ন দাখিল, ১৩জুলাই যাচাই-বাছাই, ওই দিনই মনোনয়ন প্রত্যাহার, প্রতীক বরাদ্দ, এবং চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ১৯ জুলাই ভোট গ্রহন করা হবে মর্মে তফসিল প্রকাশ করা হয়। নির্বাচনে অংশ নিতে ১১ জুলাই শুক্রবার মনোনয়ন প্রত্যাশিরা মনোনয়ন পত্র গ্রহন করেন। সভাপতি পদে এম,এ,ওয়াদুদ, রুহুল আমিন ও আঃ ছামাদ, সাধারন সম্পাদক পদে মোঃ হানজালা, আখরাজুল  ইসলাম চৌধুরী, ও কারিম সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে শামীম কবির (মিল্টন),তারিকুল ইসলাম (রাঙ্গা), আবু জাফর ও মোস্তাফিজুর রহমান।  মনোনয়ন উত্তোলন উপলক্ষে বিএনপি কার্যালয়ে সকাল থেকে নেতা-কর্মীরা সমবেত হতে থাকে। এক পর্যায়ে দলীয় কার্যালয় মিছিল-মিছিলে মুখরিত হয়ে ওঠে। ১৯ জুলাই ২০২৫  সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এমদাদুল হক মুকুল আশা প্রকাশ করেন।

মাসুদ সরকার

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

মোবা-০১৭১৩৭০২৮১৯

তাং  ১১-০৭-২৫ ইং

সর্বশেষ - সংবাদ