মো:আকতার হোসেন সেখ (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ পুলটি বেহাল অবস্থা। এই ঝুঁকিপূর্ণ পুলটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।
নূরানী সহ একটি ফাজিল মাদ্রাসা, একটা বালিকা বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কলেজ সহ নিত্যপ্রয়োনীয় জিনিসপত্র ক্রয় ও বিক্রির জন্য হাট ও বাজারে যাতায়াত করে থাকে।
যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘনা। এলাকাবাসির দাবি ছোট ছোট কোমল মতি শিশুরা যে কোন সময় দূর্ঘনার শিকার হতে পারে তাই দ্রুত এই পুলটি যাতে সংস্কার করা হয়।