বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বেরোবিতে আনন্দ মিছিল

প্রতিবেদক
স্বাধীন কাগজ
অক্টোবর ২৩, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে ছাত্রলীগকে নিষিদ্ধ হওয়ার খবর প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। এরপরে রাত ১১টায় আনন্দ মিছিল ডাক দেয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং রংপুর মহাসড়ক দিয়ে চক বাজার হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে আনন্দ মিছিল শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো; এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই; এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এই সময় আবু সাঈদের সহপাঠী জাহিদুল ইসলাম বলেন, আজ আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্থকতা আরো এক ধাপে এগিয়ে নিয়ে গেল। আজ সেই ছাত্রলীগ নিষিদ্ধ হলো যারা সব আমাদেরে শিক্ষার্থীদের জুলুম নির্যাতন করতো। আবু সাঈদের মতো শিক্ষার্থীদের উপর হাত তুলতো।

তাদের কারণে আমাদের আবু সাঈদ শহীদ হয়েছে। আজ আবু সাঈদের আত্মা শান্তি পাবে।

আরেক শিক্ষার্থী বোরহানউদ্দিন বলেন, প্রতিটি শিক্ষার্থীর, মানুষের মনের দাবি আজ পূর্ণ হয়েছে, ছাত্রলীগ আমাদের কতভাবে হয়রানি নির্যাতন করেছে। তাদের কারণে আমরা হলে থাকতে পারি নাই।

তাদের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা বারবার বাধার সম্মুখীন হয়েছি। আজ তাদের কর্মফল পেয়েছে। তাই আজ আমরা খুশি এবং আনন্দিত।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত