রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রাস্তা চাই, ভোগান্তি না”—গাইবান্ধায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২০, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃদুলাল (গাইবান্ধা জেলা স্টাফ রিপোটার): আমাদের একটাই দাবি, দ্রুত রাস্তা সংস্কার চাই”—এই দাবিকে সামনে রেখে গাইবান্ধার সচেতন এলাকাবাসী আজ রোববার সকাল ১১টায় এক মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনটি অনুষ্ঠিত হয় বাঁধের মাথা (নতুন ব্রিজ) থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত সড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনার প্রতিবাদে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গর্তে ভরা রাস্তার কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ হাজারো পথচারী ও যানবাহনের চালকরা।

বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ করেন স্থানীয়রা। মানববন্ধনে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। জনগণের প্রাণের দাবি—এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কার।

“রাস্তা চাই, ভোগান্তি না”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া সকলেই জোর দাবি জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে।

সর্বশেষ - সংবাদ