ফয়সাল রায়হান (উপ সম্পাদক ): বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কতৃক- উক্ত মাদ্রাসার সভাপতি-সহ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে ১৭/০৪/ ২০২৫ তারিখ, চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি’র অনুমোদিত হয় আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন- শিক্ষার্থীদের আগামী পরিক্ষার গুণগত- সংখ্যাগত দিক দিয়ে সন্তোষজনক এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য দায়িত্ব পালন করবেন এই এডহক কমিটি।
পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন
১/ সদস্য সচিব- উক্ত প্রতিষ্ঠানের সুপার /ভারপ্রাপ্ত সুপার।
২/ সাধারণ শিক্ষক সদস্য- বেলালা হোসেন।
৩/ অভিভাবক সদস্য- ঝর্না খাতুন।
কমিটির সভাপতি-মাসুদুর রহমান তালুকদার আহবায়ক সদস্য-গোপালপুর পৌর বিএনপি, সাবেক যুগ্ম সম্পাদক-ঢাকা পশ্চিম মহানগর ছাত্র দলের দায়িত্বে ছিলেন, বিএনপির এ কর্মীবান্ধব নেতার সমাজ সেবাও রয়েছে অসামান্য অবদান।
তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন