মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাটকল কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক সালামত উল্লাহ্য।চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব জহুরুল ইসলাম জহুর।
আরো উপস্থিত ছিলেন আর আর জুট মিলস লিমিটেডর সাধারণ সম্পাদক নুরুন্নবী, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ ইদ্রিস,মাহমুদ উল্লাহ্য,মুমিনুল হক,আবুল হোসেন, আবুল মুনসুর, জসিম উদ্দিন, ইউসুফ আজাদ,আবু জাফর, আবু হানিফ, জসিম উদ্দিন ভূঈঁয়া,ক্বাজী বদর উদ্দিন, আলাউদ্দিন, দেলোয়ার হোসেন, মোঃ মুরাদ,সেলিম উদ্দিন, লোকমান হোসেন রকিব,ইলিয়াস হোসেন,জয়নাল আবেদিন,আবুল কাসেম,আক্তার হোসেন,মোঃ ফয়েজ উল্লাহ্য,রুস্তম আলী, মোঃ হেলাল।
এই সময় একই সময়ে গালফ্রা হাবিব লিমিটেড, আর আর জুট মিলস, এম এম জুট মিলস, হাফিজ জুট মিলস লিমিটেডের সামনে একযোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ- সাধারণ সম্পাদক সালামত উল্লাহ তাহার বক্তব্যে বলেন ২০২০ সালে সারা বাংলাদেশে একযোগে ২৫টি জুট মিলস বন্ধ ঘোষণা করেন। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বহু শ্রমিক কর্মচারী বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। বেকার জীবন যাপন করে কষ্টে কোন রকম বেঁচে আছেন।তাই বক্তব্য অতি দ্রুত এই সমস্ত বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের আহবান জানান।