মোহাম্মদ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): লক্ষীপুর জেলার রায়পুর মধ্য বাজারে আইনে দুই ব্যক্তিকে চার হাজার টাকা অর্থ দণ্ড আরোপ করে আদায় করা হয়।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার মহোদয়ের মান্যবর তত্ত্বাবধানে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খানের নির্দেশ নাই এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাহেব আরমান।
রায়পুর মধ্য বাজার এলাকায় অনুমোদিত সময়ে ও স্থানে ট্রাক পার করে রাখা এবং মালামান লোডিং আনলোডিং করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর পৃথক ধারায় দুজন ব্যক্তিকে ( ৪,০০০) হাজার টাকা অর্থদণ্ড প্রধান পূর্বক আদায় করা হয়।
একই সাথে অন্যান্য ট্রাক চালক ও ব্যবসায়ীদের কে অন্য নদিত স্থানে তাক রাখার এবং অন্যান্মোদিত সময়ে লোডিং আনলোডিং করার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।