এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের অদুরে ডাকাবর এলাকায় মহারশি নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি। এ দাবি উপজেলার ১৫টি গ্রামের সাধারণ মানুষের। ডাকাবর গ্রামের দোকানদার, নবী হোসেন, রব্বানী, সুলতান আহমেদ, জয়দর, সাইফুল ইসলাম, মোসলেমউদ্দিন, সোলাইমান, শহিদুল ইসলাম, মোতালেব হোসেনসহ গ্রামবাসীরা বলেন নির্বাচনের সময় এলে এ নদীর উপর সেতু নির্মাণ করে দেয়ার নাম করে শুধু আমাদের কাছ থেকে ভোট নেয়। কিন্তু নির্বাচনের পর কেউ আর খোঁজ নেয়া।
এপথে প্রতিদিন ডাকাবর রামেরকুড়া,নুনখোলা, শালচুড়া, ডেফলাই, নলকুড়া, গজারিকুড়া ফাকরাবাদ, বনকালি, মরিয়মনগর, ভারুয়া, জারুলতলা, বাঐবাধা, কুশাইইকুড়াসহ ১৫টি গ্রামের শতশত মানুষ যাতায়াত করে থাকে।
কিন্তু একটি সেতুর অভাবে এসব গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি দেশ স্বাধীনের পর থেকেই তা আজও বাস্তবায়িত হয়নি। এনদীর উপর সেতু না থাকায় শুষ্ক মৌসুমে বাসের সাঁকো এবং বর্ষা মৌসুমে পাঁচ কিলো রাস্তা ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হয়। এসময় স্কুল-কলেজের কোমলমতি শিশু কিশোররা স্কুল-কলেজে যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হতে হয়।
এলাকার উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে বাজারজাত করা কষ্টসাধ্য হয়ে পড়ে। গরু ছাগল পারাপারে কৃষকদের হতে হয় নানা বিড়ম্বনার শিকার। নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন এ নদীর উপর একটি সেতু নির্মানের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই যুগের পর যুগ পার হলেও তা আজও বাস্তবায়িত হয়নি। এনদীর উপর একটি সেতু নির্মানের বিষয়ে বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন নিবেদনও করা হয়েছে।
বিভিন্ন সময় জন প্রতিনিধি ও প্রশাসনের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন এনদীর উপর একটি সেতু নির্মানের বিষয়ে প্রকল্প প্রনয়ন করে মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই নির্মাণ করা হবে সেতু।