চলতি বছরের এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৯.১৭ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে দেশে মূল্যস্ফীতি ছিল ৯.৩৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি কমেছে।
খাদ্য মূল্যস্ফীতি ৮.৯৩ শতাংশ থেকে কমে ৮.৬৩ শতাংশ হয়েছে।
অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা কমেছে।
অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯.৭০ শতাংশ থেকে কমে ৯.৬১ শতাংশে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। এ অবস্থায় মূল্যস্ফীতি কিছুটা কমা মানে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন।