বুধবার , ৭ মে ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

খুলনায় পুলিশের অভিযানে তিনজন গ্রেফতার।

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ৭, ২০২৫ ২:২২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, খুলনা জেলা সংবাদদাতাঃ

খুলনার হরিণ টানা, লবণচুরা এবং খালিশপুর থানা এলাকা থেকে বিদেশী মদ ও ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন, ৬ই মে সকাল আটটার সময়ের পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এই উদ্ধার এবং গ্রেফতার হয়েছে, এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে হরিণটানা থানার কৈয়া এলাকা থেকে সুজিত রায়( ৩২)নামে এক ভারতীয় নাগরিককে তিন বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়েছে, সে ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার নিউ ব্যারাকপুর থানার নূরগাছা নবপল্লী গ্রামের খোকন রায়ের ছেলে,তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। এদিকে লবণচুরা থানা এলাকার মোহাম্মদ আসিফ এহসান সাবির(২৬) নামে একজন ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়।সে সদর থানার পশ্চিম টুটপাড়ার আনোয়ার হোসেন খোকনের ছেলে। অপরদিকে খালিশপুর থানার নয়া বাটি এলাকা থেকে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লা( ২১) নামে একজন ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে,। সে গোয়ালপাড়া এলাকার মোহাম্মদ আবুল বাশারের ছেলে। আসামিদের আদালতের নেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - সংবাদ