রবিবার , ১১ মে ২০২৫ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

১০ দফা দাবি পূরণ না হলে পেট্রোল পাম্পে কর্মবিরতি

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ১১, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জ্বালানি তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে তারা ২৫ মে থেকে প্রতীকী কর্মসূচি হিসেবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশের পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, জুবায়ের আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

লিখিত বক্তৃতায় ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, দেশের জ্বালানি তেল ব্যবসায়ী এবং ট্যাংক-লরি মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানের সরকারের সঙ্গে আলোচনা করে ব্যর্থ হয়ে কর্মসূচি দিয়েছি। বিভিন্ন সময় দাবি আদায়ের লিখিত প্রতিশ্র“তি দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি।

তিনি বলেন, পেট্রোল পাম্প মালিকদের ওপর কিছু দিন পরপরই অযৌক্তিকভাবে নিয়ম প্রণয়নপূর্বক গেজেট প্রকাশের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর/অধিদপ্তর হতে বিভিন্ন ধরনের লাইসেন্স গ্রহণ এবং নির্ধারিত ফি এবং বর্ধিত ফি দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। অথচ আমাদের সরকার নির্ধারিত মূল্যে এবং সরকার নির্ধারিত কমিশনে তেল বিক্রি করতে হয়।

বেশি মূল্যে তেল বিক্রি করে মুনাফা বাড়ানোর কোনো সুযোগ আমাদের নেই। এর ফলে নির্ধারিত মুনাফার অতিরিক্ত খরচ বা বর্ধিত সরকারি ফি দিয়ে ব্যবসা পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। বিদ্যমান কমিশন বা মুনাফায় নতুনভাবে পরিবেশ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, বিএসটিআই রেজিস্ট্রেশন/লাইসেন্স, সওজ অধিদপ্তর কর্তৃক নতুন প্রবর্তন করা অযৌক্তিকভাবে বর্ধিত ফি দিয়ে আমাদের পক্ষে পেট্রোল পাম্প চালানো কোনো অবস্থাতেই সম্ভব নয়।

ঐক্য পরিষদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে- তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করতে হবে। সওজ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। পাম্পের সংযোগ সড়কের ইজারাপ্রাপ্ত ভূমির নবায়নকালীন ইজারা নবায়নের আবেদনের সঙ্গে নির্ধারিত ইজারা মাশুলের পে-অর্ডার, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিলে তা ইজারা নবায়ন বলে বিবেচিত হওয়ার বিধান করতে হবে। বিএসটিআই পূর্বের ন্যায় শুধু ডিসপেন্সিং ইউনিট স্টেমপিং এবং পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করবে এবং ফিগুলো পূর্বের ন্যায় করতে হবে। আন্ডারগ্রাউন্ড ট্যাংক কেলিবারেশন, ডিপ রড পরীক্ষণ ফি এবং নিবন্ধন প্রথা বাতিল করতে হবে। পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিআরসি কলকারখানা এবং ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে লাইসেন্স/নিবন্ধন বিধান বাতিল করতে হবে। দেশের বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে এবং খোলা স্থানে যত্রতত্র মেশিন স্থাপন পূর্বক অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করতে হবে। বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ করতে হবে।

এছাড়া ট্যাংক-লরি চালক সংকট থেকে উত্তরণে চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স ইস্যু সহজ করতে হবে। গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় যত্রতত্র ট্যাংক-লরি থামানো যাবে না। তেলের ডিপো গেটে ট্যাংক-লরির কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এবং সব ট্যাংক-লরির জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করতে হবে।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুলে ১৭ জনের চাকরি

পদত্যাগে দুই উপদেষ্টাকে ৩ দিনের আলটিমেটাম

আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন

বীর মুক্তিযোদ্ধারাও যোগ দিলেন শহীদ মিনারে

ঝড় ও বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন নবিজি (সা.)

শিশুদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি না করতে প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের বোয়ালখালী খিতাবচর গ্রামে ঈদে মিলাদুন্নবী উদযাপন

সৌদি আরব প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন আর নেই

রাসুল (সা.)-এর ন্যায়বিচার যেমন ছিল