রাজশাহীতে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ৩০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ দুই ওভারে ২৭ রান প্রয়োজন ছিল অধিনায়ক আকবর আলীর দলের।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রয়োজন ছিল ৩ উইকেট।
এমন সমীকরণে ৪৯তম ওভারে আন্দিলে মকগাকানে বল করতে আসলে দুই অপরাজিত ব্যাটার রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ ঝড়ই বইয়ে দিলেন। তিন ছক্কায় ২০ রান নিয়ে বাংলাদেশের জয়ের কাজটা সহজ করে দেন তারা। তোফায়েলের একটির বিপরীতে দুটি মারেন বাঁহাতি স্পিনার রাকিবুল।
শেষ ওভারে ৬ বলে ৭ রানের সমীকরণটা শেষ বলে যেতে দেননি তোফায়েল-রাকিবুল।
দুই বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় এনে দেন তারা। দুজনই সমান ২৪ রানে অপরাজিত থাকেন। এর আগে জয়ের ভিত গড়ে দেন ওপেনার মফিজুল ইসলাম রবিন। ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে।
৮ চার ও ২ ছক্কার ইনিংসটিকে তিন অঙ্কে রূপ দিতে না পারার হতাশাটা দলের জয়ে ঘুচে গেছে।
ওপেনিং জুটিতে সঙ্গী জিশান আলমের সঙ্গে ৫২ রাানের জুটি গড়েন রবিন। জিশান ৩১ রানে আউট হন। মাঝে একটা সময় দ্রুত বেশ কটি হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সে সময় সাতে নেমে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় সহজ করে দেন অধিনায়ক আকবর।
২৪ বলের ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়।
প্রথমে ব্যাট করে দুই ফিফটিতে ৮ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। তবে কনর এস্টারহুইজেন (৭১) ও আন্দিলে সিমিলানের (৬১) ফিফটিও দলের পরাজয় এড়াতে পারেনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিপন মণ্ডল।