তানজিলা শাহ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): আটপাড়া উপজেলা জাতীয়বাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ১৭ই মে- ২০২৫ রোজ শনিবার সম্মেলনে দুটি পদে (সভাপতি -সাধারণ সম্পাদক) এবং উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪৯৭টি।
দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন যারা – সভাপতি প্রার্থী ও প্রতীক- আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মাছুম চৌধুরী( ছাতা প্রতীক),আটপাড়া যুব দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি মোঃ খাইরুল কবির তালুকদার( চেয়ার প্রতীক ) ।
সাধারণ সম্পাদক প্রার্থী ও প্রতীক- আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ রফিকুল ইসলাম রফিক(মাছ প্রতীক), বর্তমান সদস্য সচিব খসরু আহাম্মদ (তালা প্রতীক), উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মুর্শেদ হাবিব ভূঁইয়া জুয়েল (ফুটবল প্রতীক )।