ইমদাদুল হক মিঠুন (কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা): গত ১৫/৫/২৫ ইং রোজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ-রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক মোঃ- নাসির উদ্দিন (নাসির) এর সাক্ষরিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হয়।
উক্ত কমিটিতে মোঃ-শরিফুল ইসলাম (নিশাদ) কে সভাপতি ও মোঃ- রেদোয়ান রহমান ওয়াকিউর কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়, উক্ত কমিটির অন্যআন্য নেতৃবৃন্দরা হলেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ-আবদুল্লাহ আল (মামুন),সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ-রাফিউল ইসলাম (নওসাদ) সাংগঠনিক সম্পাদক মোঃ-জাকির হোসেন (রাজিব) কে দিয়ে কিশোরগঞ্জের ছাত্রদলের সুপার ফাইভ কমিটি অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দরা।
আগামী এক মাসের মধ্যে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদয়কে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দদয় পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেন।