রবিবার , ১৮ মে ২০২৫ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আমরা নিলে চাঁদা অন্যরা নিলে হাদিয়া নীলফামারীতে বেগম খালেদা জিয়ার ভাগিনা তুহিন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ১৮, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

উওম বিশ্বাস (জলঢাকা উপজেলা সংবাদদাতা)

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন,আমরা দেখতে পাচ্ছি বিশেষ বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে বিষোদগার নিয়ে ব্যস্ত।
এখন বলে বিএনপি নাকি চাঁদাবাজি করছে। বিএনপি কিছু নিলে সেটি হয় চাঁদা, আর অন্যরা নিলে সেটি হয় হাদিয়া—এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরীর (তুহিন)।

শনিবার ১৭ মে, নীলফামারীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলায় প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণ-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর হোসেন সরকার পৌর বিএনপি।
তুহিন বলেন,আমরা পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি দেশের বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠান কোনো একটি বিশেষ দলের লোকজন দখল করে রেখেছে। এসব দখলদারিত্বের বিরুদ্ধে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।’
ইঞ্জিনিয়ার তুহিন আরও বলেন, ‘সরকার বলছে সংস্কার করছে, বৈষম্য দূর করছে, অথচ আমি নিজেই এই সরকারের বৈষম্যের শিকার। বাস্তবে তারা এখনো বৈষম্য দূর করতে পারেননি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আজকে যখন সরকার সংস্কারের কথা বলছে, তখন মনে করিয়ে দিতে চাই যে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ৩১ দফার সংস্কার প্রস্তাব পেশ করেছেন। আমরা শুরু থেকেই দেশের গণতান্ত্রিক চর্চা ও সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত একটি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন একটি দল গনতান্ত্রিক ভাবে নিষিদ্ধ হয়েছে, আমরা চাই না আরো কোন দল গনতান্ত্রিক ভাবে নিষিদ্ধ হোক। নিষিদ্ধ দলের কিছু কর্মী ভালো থাকিল কিন্তু তাদের নেতার খারাপ কার্যকলাপের কারণে রাজনৈতিক ভাবে তাঁরাও নিষিদ্ধ।
নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই সরকার দ্রুত নির্বাচনি ম্যাপ ঘোষণা করুক। দেশের জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন এবং তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের অভ্যন্তরে নানা ধরনের চিন্তাধারা এবং বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। কিছু মহল বিএনপির বিরুদ্ধে শুধু বিষোদগারে ব্যস্ত।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম,
স্বেচ্ছাসেবক দল,যুবদল , ছাত্রদল তাতী দল, মহিলা দল,পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি পন্থী নেতারাসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির প্রতিটি ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ধামইরহাটে তারুন্যের উৎসব উপলক্ষে পুষ্টি মেলা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঢাকায় হঠাৎ বৃষ্টিতে পশুর হাটে ভোগান্তি

ঐক্যের ভিত্তিতে হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র: শপথ নেবেন ছাত্র-জনতা

ধামইরহাটে বড়দিন উপলক্ষে বেনীদুয়ার ধর্ম পল্লীতে উপহার প্রদান করেন ইউএনও

অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

ভারতে পালানোর সময় বিচারপতি মানিক আটক

হেদায়াতের ওপর অবিচলতার জন্য যে দোয়া পড়বেন

বায়তুল মোকাররমের ঘটনায় তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেবে সরকার

ঝিনাইগাতীতে বিএনপি নেতা লুৎফর রহমানের নেতৃত্বে তিনানী বাজারে পরিচ্ছন্নতা কার্য্যক্রম