মোহাম্মদ রফিকুল ইসলাম,খুলনা জেলা সংবাদদাতাঃ
খুলনা মহানগরীকে যানজটমুক্ত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের উদ্যোগে এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইতোমধ্যে ৩২৩৪ জন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আজ ১৮ মে ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে এবং একইসময় জোড়াগেট ট্রাফিক অফিসে একই সময়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৫ তম দিনে চারটি ব্যাচে ২৩৩ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে নগরীর ৫৪৮১ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং এই ধারা অব্যাহত থাকবে।
কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার ইজিবাইক চালকদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নগরীকে যানজটমুক্ত রাখতে সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে উপস্থাপনার মাধ্যম বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়াও কেএমপি ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আজিজ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: জহিরুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) তপন কুমার মজুমদার ইজিবাইকে যাত্রী উঠানো-নামানোর নিয়ম, ওভারটেকিং, বাম লেন ক্লিয়ার রাখার সুফল, ট্রাফিক আইন মেনে চলার সুফল, লো স্পিড ও হাই স্পিড লেন সম্পর্কে ধারণা প্রদান, যানজট নিরসনে করণীয়, বিপদ এড়ানোর কৌশল, বিপদে পড়লে করণীয়। অপরিচিত কারোও কাছ থেকে খাবার না খাওয়া, সন্ধ্যার পরে নির্জন রাস্তা এড়িয়ে চলা, শহরের বাইরে অপরিচিত কোন রিজার্ভ ট্রিপে না যাওয়া, মাক্স বা মুখোশ পরা ব্যক্তি গাড়িতে উঠলে সতর্ক থাকা। গাড়ির লোকেশন জানতে জিপিএস ব্যবহার করা, নিজের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ খেয়াল রাখা এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ ও থানার ওসির নাম্বারে ফোন দিয়ে অবগত করা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
যানজটমুক্ত সুশৃঙ্খল খুলনা শহর উপহার দিতে কেএমপি কর্তৃক ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদানের এই অনন্য উদ্যোগকে চালকরা সাধুবাদ জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশ আশা করে ইজিবাইক চালকদের প্রশিক্ষণে শেখানো নিয়ম-কানুন যদি তারা মেনে চলে তাহলে অভূতপূর্ব পরিবর্তন আনা সম্ভব।