মোহাম্মদ রফিকুল ইসলাম খুলনা জেলা সংবাদদাতাঃ
বিশ্বব্যাপী সহযোগিতামূলক Preserving Legacies প্রকল্পের অংশ হিসেবে ঐতিহাসিক মসজিদ নগরী বাগেরহাটের জলবায়ু ঝুঁকি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। এটা দেশের প্রথম কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ, যার মাধ্যমে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর জলবায়ু পরিবর্তনের কারণে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে তা মূল্যায়ন করা হয়।
আজ ১৭ মে ২০২৫ কর্মশালার সমাপ্তি দিনে নগরীর হোটেল গ্রান্ড প্লাসিডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই গবেষণা শুধু ঐতিহ্য সংরক্ষণ নয়, বরং মানুষকে সম্পৃক্ত করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস রক্ষার এক সুন্দর প্রচেষ্টা।” তিনি বলেন এটি জলবায়ু পরিবর্তন ও ঐতিহ্য সংরক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে। যা ভবিষ্যতে ঐতিহ্য সংরক্ষণের রূপরেখা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএবি এর কনভেইনার জনাব গৌরি শংকর রায়; খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের অধ্যাপক ড. খন্দকার মাহফুজ উদ দারাইন; বিআইপি এর প্রেসিডেন্ট জনাব আবিরুল জব্বার-সহ খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ।