ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এক হাজার ৭৪৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৩০ জন।
শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৪৪ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে অস্ত্রসহ অবৈধ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
এদিকে শনিবার সকালে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, শুক্রবার মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন জিহাদ, হেলাল, ফাইয়াজ খান, মামুন, রনি ও লিটন। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় দুজন ও পরোয়ানাভুক্ত আসামি চারজন।