বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

মিমিকে ‘ডাইনি’ বললেন অঙ্কুশ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ২৯, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ‘ডাইনি’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন । তার এই সাফল্যে টালিপাড়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এ পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মিমি চক্রবর্তী লিখেছেন— আমি কৃতজ্ঞ। পরিপ্রেক্ষিতে বন্ধু অভিনেতা অঙ্কুশ হাজরা তাতে লিখেছেন— আমি জানতাম, যেদিন তুই তোর আসল নামের ওপর কোনো ওয়েব সিরিজ করবি, পুরস্কার পাবিই! অর্থাৎ মিমিকে মজা করে ডাইনি বলেছেন অঙ্কুশ।

সম্প্রতি মিমির সঙ্গে যে খুনসুটি করেছেন অঙ্কুশ, সেটি চোখে পড়েছে ভক্তদের। খুব মজা পেয়েছেন তাদের অনুরাগীরা। পর্দায় দুজনেই জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগতজীবনে তারা ভালো বন্ধু। আবার শহরে একই বিল্ডিংয়ে থাকার কারণে এখন প্রতিবেশীও।

আগামী দুর্গাপূজায় ‘রক্তবীজ টু’ আসছে। যেখানে মিমির বিপরীতে অঙ্কুশকে দেখা যাবে না। তবে একসঙ্গে একই সিনেমায় দেখা যাবে অন্য একটি সিনেমায়। যেটি শুটিং নিয়েই সম্প্রতি ব্যস্ত ছিলেন অঙ্কুশ, মিমি ও আবির চট্টোপাধ্য়ায়।

অঙ্কুশ হাজরা এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিংয়ে। নিজের প্রযোজনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমায় দেখা যাবে অভিনেতাকে। সেই সিনেমা চলতি বছরেই মুক্তি পাবে।

এদিকে চলতি বছর বলিউডে কাজ করার কথা রয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। সৌরভ গাঙ্গুলীর বায়োপিক করছেন পরিচালক রাজকুমার রাও। সেখানে ডোনা গাঙ্গুলীর চরিত্রে দেখা যেতে পারে মিমিকে। যদিও এ বিষয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত