মোঃ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): লক্ষ্মীপুর সদর উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজকের এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। অভিযানে বৈধ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অবৈধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ৪টি ঔষধ ফার্মেসির বিরুদ্ধে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী পৃথক মামলা করা হয়।
মোবাইল কোর্টে এসব ফার্মেসিকে মোট ৫,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।