মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ড্যাব’র নেতা-কে দেখতে গেলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা। মঙ্গলবার (১৭ মে) দুপুর ২ টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আকরাম-কে দেখতে হাসপাতালে যান তিনি।
এ সময় অসুস্থ ডা. আকরামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরে চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা নিয়ে আলাপ করেন।
তিনি এ নেতার রোগমুক্তি কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, ২৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, ড্যাব খুলনা মহানগর সভাপতি ডাঃ মোস্তফা কামাল, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য কাজী সান্টু প্রমুখ।