রবিবার , ২২ জুন ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

কয়রায় উত্তরণের উদ্যোগে স্থানীয় পর্যায়ে অভিজ্ঞতা ভাগাভাগি কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ২২, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ রফিকুল ইসলাম,( খুলনা জেলা সংবাদদাতা):  খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে স্থানীয় পর্যায়ে তথ্য/অভিজ্ঞতা ভাগাভাগি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) সকাল ১১ টায় উপজেলা বিআরডিবি (বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড) হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতে উত্তরণের হেড অফ মিল হাসান আব্দুল্লাহ রাফাত প্রোজেক্টের চলমান কার্যক্রমের উপর প্রদর্শনী তুলে ধরেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ চলমান প্রোজেক্টে(আবহাওয়া মডেল) উপকূলীয় অঞ্চল খুলনা জেলার কয়রা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর-আশাশুনী উপজেলার নদীগুলোতে (৯) টি সেন্সর স্থাপন এবং বিভিন্ন বেড়িবাঁধে ড্রোন ফ্লাই করে নদীর পানির লেভেল পরিমাপ ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলোর চিত্র সংগ্রহ করছে যাতে করে উপকূলের বাসিন্দাদের দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্কিং এর মাধ্যমে আগাম সতর্কতা প্রদান করা যায়।
তাছাড়া তাদের সংগৃহীত তথ্য-উপাত্তগুলো সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে বিভিন্ন ল্যাবে গবেষণা করছে যার মাধ্যমে সঠিক তথ্যটি নিশ্চিত করতে পারে। কর্মশালায় উত্তরণের প্রতিনিধি হিসেবে উত্তরণের প্রোজেক্ট কোর্ডিনেটর মুস্তাফিজুর রহমান, হেড অফ মিল হাসান আব্দুল্লাহ রাফাত ও প্রোজেক্ট অফিসার তানিয়া সুলতানা।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন-কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম,শিক্ষক প্রতিনিধি, সেচ্ছাসেবী প্রতিনিধি ও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সংবাদ