মোঃ রফিকুল ইসলাম,(খুলনা জেলা সংবাদদাতা): খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার অন্তর্গত ১৮নং ওয়ার্ড তাঁতীদলের আংশিক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার দলীয় কার্যালয়ে ১৮নং ওয়ার্ড তাঁতীদলের আংশিক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সভাপতি ডা. আব্দুল হালিম মোড়ল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান রানা, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়িদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মল্লিক। এছাড়াও তাঁতীদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।