বুধবার , ২ জুলাই ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সাতক্ষীরা প্রেসক্লাব হামলা: সভাপতিকে শ্বাসরোধকারী ‘রউফ বাহিনীর’ সদস্য হিসেবে চিহ্নিত, আহতদের বিরুদ্ধেই পাল্টা মামলা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এম ইদ্রিস আলী (সাতক্ষীরা জেলা সংবাদদাতা): সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর চালানো ন্যক্কারজনক হামলায় নতুন মাত্রা যোগ হয়েছে। হামলার শিকার আহত সাংবাদিকদের বিরুদ্ধেই হয়রানিমূলক পাল্টা মামলা দায়ের করা হয়েছে। এদিকে, হামলার সময় তোলা ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে শুরু করেছেন ভুক্তভোগীরা। হামলার একটি ছবিতে প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ বেতার ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আবুল কাশেমকে শ্বাসরোধ করে ধরে রাখতে দেখা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে।

ভুক্তভোগী সাংবাদিকরা তাকে আলম গাজী নামে শনাক্ত করেছেন। একাধিক সূত্রে জানা গেছে, আলম গাজী বহিষ্কৃত বিএনপি নেতা ও আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের নেতৃত্বাধীন ‘রউফ বাহিনী’র একজন সক্রিয় সদস্য এবং আলিপুরের বাসিন্দা। হামলার প্রেক্ষাপট ও নেপথ্যের কারণ: গত ৩০ জুন, সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের জেরে ক্লাবের সভাপতি আবুল কাশেমের নেতৃত্বাধীন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালানো হয়। ক্লাবের কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ ওঠে।

হামলায় সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিক গুরুতর আহত হন। ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, এই হামলার নেপথ্যে মূল কলকাঠি নাড়ছেন আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। তিনি তার ভাইপো আবু সাঈদকে দিয়ে প্রেসক্লাব দখলে রেখে পুরো জেলায় নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চান। ভুক্তভোগীদের অভিযোগ, আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেসক্লাব দখল করে আছেন এবং তাদের এই দখলদারিত্ব ও অনিয়মের বিরুদ্ধে গেলেই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা ও নির্যাতন চালানো হয়।

চিহ্নিত হামলাকারী ও ‘রউফ বাহিনী’র ভূমিকা: প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, হামলার সময় আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের ডান হাত হিসেবে পরিচিত রেজাউল গাজী আলিপুরী সন্ত্রাসীদের দিকনির্দেশনা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। আলম গাজী ছাড়াও হামলায় সরাসরি অংশ নেওয়া আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন: মোস্তাফিজুর রহমান চান্দু (সাং- আলিপুর), আব্দুর রব (সাং- আলিপুর), মোস্তাক ওরফে হাতুড়ি মোস্তাক (সাং- আলিপুর), মাসুদ আলম (সাং- মাহমুদপুর)।

রাজনৈতিক পরিচয় ও বিতর্ক: স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে অংশ নেওয়ায় তৎকালীন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একাধিক নেতা জানান, “বহিষ্কৃত হওয়ার পরও ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আব্দুর রউফ বিএনপির নাম ভাঙিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার এসব কর্মকাণ্ডের কারণে সাতক্ষীরায় বিএনপির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হচ্ছে, যা আগামী দিনে দলটির ভোট ব্যাংকে ভাঙন ধরাতে পারে।” পাল্টা মামলা ও সাংবাদিক সমাজের ক্ষোভ: ঘটনাকে আরও জটিল করে তুলেছে আহত সাংবাদিকদের বিরুদ্ধেই দায়ের করা পাল্টা মামলা।

ভুক্তভোগীরা এই পদক্ষেপকে “সত্যকে ধামাচাপা দেওয়া এবং তাদের উপর চাপ সৃষ্টির একটি ঘৃণ্য কৌশল” হিসেবে দেখছেন। এই ন্যক্কারজনক হামলা ও হয়রানিমূলক মামলার ঘটনায় সাতক্ষীরার পুরো সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সাংবাদিকরা অবিলম্বে চিহ্নিত হামলাকারী, তাদের মদদদাতা আব্দুর রউফ ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। এই সকল অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাতক্ষীরা প্রেসক্লাবের কথিত সভাপতি আবু সাঈদ বলেন, আমি কারো উপর হামলা করাইনি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “ঘটনাটি নিয়ে আমরা উভয় পক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পেয়েছি। দুটি অভিযোগই মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ ও বিশ্লেষণ করছি। তদন্ত সাপেক্ষে যারাই দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খুলনাকে যানজটমুক্ত নগরী গড়তে কেএমপি’র অনন্য উদ্যোগ; ইজিবাইক চালকদের প্রশিক্ষণ

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

কালীগঞ্জে এসিল্যান্ড, কর্মচারীদের উপর হামলার ঘটনায় সাইদুর বস্ত্রালয়ের অবৈধ ভবন অপসারণ ও জনসমক্ষে ক্ষমা চেয়ে ৩ ভাইয়ের এ যাত্রায় রক্ষা

যুক্তরাষ্ট্রের সতর্কতা, আজ বন্ধ থাকবে দূতাবাস

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/ বালিকা ২০২৪ এর উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন

আওয়ামী লীগের ইন্তেকাল হয়েছে-এম নাসের রহমান

সেই ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান বরখাস্ত

মোল্লাহাটে গরুবোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজিরা