মোহাম্মদ রফিকুল ইসলাম, (খুলনা জেলা সংবাদদাতা):খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনিমা নামের পাঁচ বছরের এক শিশুর মৃ/ত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাতের কোনো এক সময়ে তার মৃ/ত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় খুলনায় নতুন করে আরও বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।