রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

বাবার কোলে গুলিবিদ্ধ শিশু রিয়া গোপের বাসায় সমাজ কল্যাণ উপদেষ্টা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৬, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে নয়ামাটি এলাকায় বাড়ির ছাদের উপর খেলা করতে গিয়ে বাবার কোলে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু রিয়া গোপের বাসায় এসে পরিবারকে সান্ত্বনা দিয়ে খোঁজখবর নিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

রোববার বেলা ১১টার দিকে নগরীর নয়ামাটি রিয়া গোপের বাসায় আসেন সমাজকল্যাণ উপদেষ্টাসহ প্রশাসনের কর্মকর্তারা।

সেখানে সাংবাদিকদের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানে ১১ জন মেয়ে ও ১৩৫ শিশু শহীদ হয়েছে। শহীদদের আত্মত্যাগ একটি সুন্দর সমাজ ও নিরাপদ বাংলাদেশের জন্য। সেটি গড়তে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।

এ সময় উপদেষ্টা রিয়া গোপের মা বিউটি ঘোষকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে সান্ত্বনা প্রদান করেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রায় আধঘণ্টারও বেশি সময় উপদেষ্টা রিয়া গোপের বাসায় অবস্থান করে তিনি বলেন, রিয়া গোপসহ যেসব শিশু জুলাই আন্দোলনে নিহত হয়েছে, অন্তর্বর্তী সরকার তাদের পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। সেসব  শহীদদের শ্রদ্ধায় স্মরণ রাখবে রাষ্ট্র ও দেশের মানুষ।

তিনি বলেন, শহীদ রিয়া গোপের নামে একটি স্টেডিয়াম হয়েছে, এই স্টেডিয়ামে যত শিশুরা খেলা করবে তারা তার ইতিহাস জানবে কি কারণে রিয়া গোপ জীবন দিয়েছিল। স্টেডিয়ামে একটি কর্নার থাকবে-সেখানে রিয়া গোপসহ শিশুদের জীবনের গল্প লিপিবদ্ধ থাকবে।

মামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের দেশে অনেক সময় ভয়-ভীতি কারণে অনেকে মামলা করতে পারেন না। বিশেষ এদেশে কন্যা শিশু বা মেয়ের নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়। এই নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান।

পরে উপদেষ্টা  সিদ্ধিরগঞ্জে শহীদ সুমাইয়া বাসায় গিয়ে তার পরিবার ও সুমাইয়ার রেখে যাওয়া শিশুকন্যা সোয়াইবার খোঁজ খবর নেন। এছাড়া নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত হওয়া সব শহীদের খোঁজখরব নেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা নগরীর চাষাড়া থেকে গুলশান সিনেমা হল পর্যন্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওইদিনই বিকালে ২৭নং নয়া মাটি চারতলা বাড়ির ছাদে খেলা করছিল শিশু রিয়া গোপ। বাহিরে গোলাগুলি শব্দ শুনে মেয়েকে ছাদ থেকে আনতে যায় বাবা দীপক কুমার গোপ। মেয়েকে কোলে নিতেই মাথায় গুলিবিদ্ধ হয় শিশু রিয়া গোপ। গুরুতর আহত চার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থেকে ২৪ জুলাই মৃত্যুর কোলে ঢলে পড়েন শিশু রিয়া গোপ।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জুলাই-আগস্টে হত্যাকাণ্ডে ক্ষমা চাইল পুলিশ

প্রধান উপদেষ্টার সঙ্গে নারী নেত্রীদের বৈঠক

রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‌্যাবের সাবেক কর্মকর্তা!

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে

এনসিপি’র পদযাত্রা সফল করার লক্ষে খুলনা মহানগর ও জেলা এনসিপি’র মত-বিনিময়

খুলনার শিববাড়িতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

জাহিদুর হাওলাদার হত্যাকান্ডে জড়িত ৫ জন গ্রেফতার, লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার।

মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত

ছাড়া পেলেন বোতলকাণ্ডের সেই শিক্ষার্থী, উপদেষ্টা মাহফুজের সঙ্গে ছবি

হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য একসাথে কাজ করি- দৈনিক স্বাধীন কাগজ