মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জে দেশসেরা খুবি শিক্ষার্থীদের দল, উপাচার্যের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৮, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা):  সিটি ব্যাংক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জ ২০২৫-এ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া দুই শতাধিক দলের মধ্য থেকে অসাধারণ সাফল্য ও উদ্ভাবনী চিন্তাশক্তির স্বীকৃতিস্বরূপ দলটি চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করে। এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল- ‘শূন্য কার্বন নিঃসরণ’, ‘শূন্য বেকারত্ব’ ও ‘শূন্য বর্জ্য’- এই তিনটি বৈশ্বিক সংকটের সমাধানে টেকসই ও কার্যকর ধারণা উপস্থাপন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’ শুরু থেকেই স্বতন্ত্র চিন্তা, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে।

দলের উদ্ভাবনী প্রকল্পে পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার টেকসই পদ্ধতি তুলে ধরা হয়, যা শহর ও গ্রামীণ পর্যায়ে সহজে বাস্তবায়নযোগ্য এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী মো: রেজওয়ানুল ইসলাম শুভ ও সাব্বির আহাম্মদ, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী অন্তরা দাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. রবিউল হোসেন।

এদিকে আজ ৭ জুলাই (সোমবার) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম-এর সঙ্গে চ্যাম্পিয়ন দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে আরও সমুন্নত করলো। আমাদের শিক্ষার্থীরা যে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়, বরং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ের বাস্তব সংকটের সমাধানে চিন্তাশীল ও উদ্ভাবনী- এটি তারই প্রমাণ।

বিশ্ববিদ্যালয় সবসময় এমন চিন্তাশীল উদ্যোগ ও প্রতিভাকে উৎসাহিত করে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। সাক্ষাৎকালে দলের সদস্যরা প্রতিযোগিতার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তারা বিশ্ববিদ্যালয়ের সহায়তা ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন দল ছাড়াও ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী তমা দাশ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী মেহেনাজ আফরীন খান ঝিলিক।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকের

এ্যাড. মনা’র বাড়ি ভাঙচুর মামলার ১নং আসামী এস আই সুকান্তকে রাতের আঁধারে ছেড়ে দেওয়ার গুঞ্জন

ট্রেন বন্ধ জানেন না অনেক যাত্রী, স্টেশনে এসে ভোগান্তি

আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সুন্দরগঞ্জে সেচ মোটরের লাইসেন্স দিয়ে দুই বছরেও বিদ্যুৎ সংযোগ না দিয়ে কৃষককে হয়রানি

প্রথমবারের মতো নারী পরিচালক পেল বিমান

রূপগঞ্জে আরকে ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা ভাংচুর লুটপাট ॥ ২০লক্ষাধিক টাকার ক্ষতি

অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত আছে: উপদেষ্টা

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

সেনাসদস্যকে হত্যা: তারেক রহমানের গভীর উদ্বেগ প্রকাশ