মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীতে তাদের অভিযান অব্যাহত রেখেছে, তারই ভিত্তিতে কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে জোড়াগেট এলাকায় অভিযান চালায়।
অভিযানে এন আই এ্যাক্ট এর ৩ টি মামলায় ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৪০ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোস্তফা জাহিদ, পিতা-মৃত: শেখ নুরুল ইসলাম(খোকা), সাং-চরেরহাট, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।