মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ডিমলায় ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা সহ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৮, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আশীষ বিশ্বাস (নীলফামারী জেলা সংবাদদাতা): ডিমলা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা সহ ভূমি মালিকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের ব্যাপক অনিয়মে অভিযোগ উঠেছে ।

জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ডিমলা সদর ইউনিয়নের ভূমি অফিসের দায়িত্ব নেয়ার পর হতে সাধারণ কৃষকদের হয়রানি করে আসছেন । তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। খাজনা দেয়ার জন্য ভূমি মালিকরা অফিসে গেলে তিনি অতিরিক্ত ৩ গুণ হতে ৪ গুন অর্থ আদায় করে থাকেন ।

এ ব্যাপারে একাধিক অভিযোগ করেও কোন প্রকার সুফল পাননি ভুক্তভোগীরা । রামডাঙ্গা গ্রামের বিধবা খোদেজা বেগম জানান, ভূমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রায় অফিসে অনুপস্থিত থাকেন। সপ্তাহে দুই ৩ দিন অফিসে উপস্থিত থাকলেও খাজনা আদায়ের বেলায় মূল খাজনার ৪-৫ গুণ অর্থ দাবি করে বসেন। অনেক দেন দরবার করার পর খাজনা আদায় রশিদে উল্লেখিত অর্থের তিন হতে চার গুণ অর্থ আদায় করে থাকেন।

এ ছাড়াও তিনি নিয়মিত অফিসে না আসার কারনে অফিস সময়ে পতাকা উত্তোলন করা হয় না। তাছাড়া খারিজের প্রস্তাব পাঠানোর সময় খারিজের প্রস্তাব প্রতি ১ হতে দুই হাজার টাকা খরচা বাবদ নিয়ে থাকেন। গত বৃহস্পতিবার সাড়ে ১২ টায় উক্ত অফিস কার্যালয়ে গিয়ে দেখা যায় অফিসে তালা লাগানো এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এলাকাবাসী জানান, ভূমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ সপ্তাহে ৩ হতে ৪ দিন অফিস করেন।

বাকি দিনগুলো তিনি অফিসে না আসার কারণে জাতীয় পতাকাও উত্তোলন করা হয় না।মৌজার যেদিন তিনি অফিসে আসেন সেদিন তিনি রাত ১১ পর্যন্ত অফিস খোলা রাখেন। অত্র অফিসের পার্শ্ববর্তী লোকজন জানান, ভুমি সহকারী কর্মকর্তা এতই বেপরোয়া যে ভূমি মালিকদের সাথে প্রায় সময় অর্থ নিয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন । ডিমলা মৌজার সিরাজুল ইসলাম জানান,তিনি গত ৩ দিন অফিসে এসেও ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার)-এর দেখা পাননি। একই অভিযোগ ডিমলা সদর ইউনিয়নের ডিমলা গ্রামের রহিম খানের ছেলে লিটন খানের।

ভূমি মালিকদের দাবি ডিমলা সদর ইউনিয়ন ভূমি অফিসে একজন দায়িত্ববান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেয়া হোক যাতে ভূমি মালিকগন হয়রানির শিকার না হন। অভিযুক্ত অত্র অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,খাজনা আদায়ের ক্ষেত্রে রশিদের বাইরে অর্থ নেয়ার কোন সুযোগ নেই ।

নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে তিনি জানান, অফিস সহায়ক ছুটিতে থাকায় এটা হয়েছে । এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভূমি মালিকগণ যেন হয়রানীর শিকার না হন সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এবং জাতীয় পতাকা সময়মতো উত্তোলন না করার বিষয়টি খতিয়ে দেখা হবে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

২৯ এপ্রিল দুপুরে পাইকগাছাই এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই।

নির্মাণকাজে ব্লকের ব্যবহার বাড়ালে কৃষিজমি বাঁচবে : রিজওয়ানা

৭৫ বছর পূর্তি উৎসব স্মৃতি পাঠাগার এর আয়োজনে গাইবান্ধায় ৪৫ উর্ধ্ব প্রীতি ফুটবল টুর্নামেন্ট’২৪

মাদকমুক্ত প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই : ইবাদুল হক রুবায়েদ

শেখ হাসিনার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দাফনের ৬ মাস পর গণঅভ্যুত্থানে নিহত রিপনের মোরদেহ উত্তোলন

এখনো ফেরার চেয়ে ঢাকা ছাড়ছে বেশি মানুষ

দুই অ্যাম্বুলেন্সের এক চালক, সিন্ডিকেটে জিম্মি রোগীরা

বিদেশ নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, ‘লং ডিসটেন্স এয়ার অ্যাম্বুল্যান্স’ খুঁজছে বিএনপি