মোঃ হাসান ( লক্ষীপুর জেলা সংবাদদাতা)
বর্ষা মৌসুমে জলাব’দ্ধ’ তা নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলায় নালা থেকে প্র’তিব’ ন্ধক’ তা অপসারণ করা হয়েছে।
গতকাল ( ৯ জুলাই ) দত্তপাড়া ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড, হাজিরপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এবং মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন পানি প্রবাহের প্রধান নালাগুলোতে এ অ’ভি’ যান চালানো হয়।
অভিযান টি পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহায়তায় অ’ভি’যা’নকালে অ’বৈ’ ধভাবে গড়ে ওঠা প্রতিব’ ন্ধক অবকাঠামো উ’চ্ছে’ দ করা হয়। ফলে বর্তমানে নালাগুলোতে স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত হয়েছে।
এবং ক্রমান্বয়ে লক্ষ্মীপুরের আশেপাশে সকল জলবদ্ধতা নিরাশনে অভিযান চালানো থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষায় জ’নদু’র্ভো’ গ লা’ ঘব এবং জলাব’ দ্ধতা কমিয়ে আনার লক্ষ্যে এই অ’ভিযা’ ন চলমান থাকবে।