গাইবান্ধা জেলা প্রতিনিধি :
( এ কে এম আজহারুল ইসলাম সবুজ)
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুজ্জামান কামরুল শেখ কাকনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার কাকন গোবিন্দগঞ্জ উপজেলার উত্তরপাড়া কাপাসিয়া গ্রামের আমিনুল ইসলাম রশিদুলের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআর মামলার যৌতুক নিরোধ-২০১৮ আইনের আসামি কামরুজ্জামান কামরুল শেখ ওরফে কাকনকে ১ বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এসময় আত্মসমর্পণ না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার নিজ গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে অবস্থায় কাকনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এই আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ কে এম আজহারুল ইসলাম সবুজ
গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোবাইল নম্বর :০১৯১১১৭২২৩২
তারিখ :১২-০৭-২৫