এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলায় সংবাদদাতা): “জুলাই মঞ্চ পিরোজপুর জেলা” ১৬১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অনুমোদন কেন্দ্রীয় কমিটির। জুলাই মঞ্চ কোন রাজনৈতিক দল বা সংগঠন নয়। জুলাই বিপ্লবের চেতনায় সর্বদলীয় জুলাই বিপ্লবীদের ঐক্যের প্ল্যাটফর্ম।
“ভিন্ন দল ভিন্ন পথ: দেশের প্রশ্নে ঐক্যমত” –স্লোগান ধারণ করে ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবে অংশ নেয়া সর্বদলীয় এবং রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্রজনতার অন্তর্ভুক্তিতে জুলাইয়ের প্রকৃত ঐক্যের চেতনা সমুন্নত রেখে দেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে গঠিত জুলাই মঞ্চের ১৬১ জন সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি আগামী এক (০১) বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।