এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): শেরপুরের ঝিনাইগাতীতে শফিকুল ইসলাম (৬০) নামে এক হতদরিদ্র পরিবারের সদস্যকে ইজিবাইক বিতরণ করেছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।
বুধবার (১৬জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ইজিবাইক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, খান ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক খোরশেদ আলম, চেয়ারম্যান মো সুজন খান, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি মো, আতিকুর রহমান খান, গোল্ডেন কো-অপারেটিভের , মামুন, ভয়েস অফ ঝিনাইগাতীর সাংবাদিক জাহিদুল হক মনির, বিউটি অফ ঝিনাইগাতী নিবির, আলোর সন্ধানে ঝিনাইগাতী, আশিকুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলামও মোরাদ হোসেন চাঁনসহ উপকারভুগি রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, রফিকুল ইসলাম হাতিবান্ধা ইউনিয়নের ঘাগরা কবিরাজ পাড়া গ্রামের মরহুম আহমেদ আলীর ছেলে। জানা গেছে, শারীরিক সমস্যার কারণে কোন কাজকর্ম করতে না পেরে ২ ছেলেসহ ৪ সদস্যদের পরিবার অতিকষ্টে দিনাতিপাত করে আসছিলেন রফিকুল ইসলাম। ঝিনাইগাতী থেকে যা কিছু দেখছি, সংগঠনের তত্বাবধায়ক মো,আতিকুর রহমান খানের সার্বিক প্রচেষ্টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা অধিদপ্তর, খান ফাউন্ডেশন, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি, আলোর সন্ধ্যানে ঝিনাইগাতী, ভয়েস অফ ঝিনাইগাতী, গোল্ডেন কো-অপারেটিভের আর্থিক সহায়তায় প্রায় এক লাখ টাকা মুল্যের একটি ব্যাটারিচালিত ইজিবাইক গাড়ীসহ চাবি রফিকুল ইসলামের হাতে তুলে দেয়া হয়।