মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার লামচরি এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানান, সকালে মায়ের অজান্তে খেলতে খেলতে পুকুরের ধারে চলে যায় জান্নাত। তার মা তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে পুকুরে পড়ে যায় সে।
অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। পরে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, শিশুটি আগেই মারা গেছে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কশলাশীষ রায় বলেন, শিশুটিকে মৃত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসা হয়েছে।
আমরা তাকে আর জীবিত পাইনি। জান্নাতের বাবা মো. ফারুক বলেন, ওর মা ঘরের কাজে ব্যস্ত ছিল। কখন যে পুকুরে গেল বুঝতেই পারিনি। পরে দেখি পুকুরে পড়ে মারা গেছে।