মোহাম্মদ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জামালপুরের গর্ব, গীতিকবি নজরুল ইসলাম বাবু, একজন সাহসী মুক্তিযোদ্ধা, একনিষ্ঠ গীতিকবি — নজরুল ইসলাম বাবু।
জন্ম: ১৭ জুলাই ১৯৪৯ মৃত্যু: ১৪ সেপ্টেম্বর ১৯৯০ মাতুলালয়: চরনগর গ্রাম, মাদারগঞ্জ, জামালপুর পৈত্রিক নিবাস: হেমাড়াবাড়ি গ্রাম পিতা: বজলুল কাদের (সঙ্গীতানুরাগী) মাতা: রেজিয়া বেগম শিক্ষাজীবন: আশেক মাহমুদ কলেজ (BSc), ছাত্র ইউনিয়ন নেতা ১৯৭১: মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ কালজয়ী গানের স্রষ্টা: “সব কটা জানালা খুলে দাও না” “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার” “দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল” “আমায় গেঁথে দাও না মাগো” “এই অন্তরে তুমি ছাড়া নেই কারো” সহ প্রায় ১১৩টি অনবদ্য গান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার — পদ্মা মেঘনা যমুনা (১৯৯১) বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভুক্ত গীতিকার (১৯৭৩ থেকে) কাজ করেছেন বহু চলচ্চিত্রে: দুই পয়সার আলতা, মহানায়ক, প্রতিরোধ, উসিলা, প্রেমের প্রতিদান ইত্যাদি। যাদের কণ্ঠে জীবন্ত তার গান: সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, কুমার শানু, আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লা।
পারিবারিক জীবন: স্ত্রী: শাহীন আক্তার সন্তান: দুই কন্যা — নাজিয়া ও নাফিয়া সংগঠক হিসেবে: বাংলাদেশ গীতিকবি সংসদের সাংগঠনিক সম্পাদক (১৯৭৮–৭৯) নজরুল ইসলাম বাবু — যিনি ছিলেন গানের শব্দে বাংলাদেশ, চেতনায় মুক্তিযুদ্ধ। তাঁর সৃষ্টি ও স্মৃতি আমাদের অনন্ত প্রেরণা। দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া রইল আল্লাহ তা’আলা গীতি কবি নজরুল ইসলাম বাবুকে পরপারে ভালো রাখেন ৷