সাগর বাদশা (স্টাফ রির্পোটার): র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় একটি বসত ঘরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ মজুদ করে বিক্রয়ে উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই ২০২৫ ইং তারিখে আনুমানিক ২৩০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দক্ষিন পরুয়া পাড়া এলাকার জনৈক আনোয়ার মাঝির বাড়ীতে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েক জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী মনোয়ারা বেগম (৪৩), স্বামী- মোঃ আনোয়ার মাঝি, সাং-দক্ষিন পরুয়াপাড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো ও সনাক্তমাতে বসত ঘরের বারান্দায় খাটের নিচ হতে ০১টি নীল ও কালো রংয়ের ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০টি ইট সাদৃশ কাটে হতে মোট ০১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের থেকে প্রাপ্ত তথ্যমতে আরো জানা যায় যে, সে এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক চট্টগ্রাম জেলা ও মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।