এইচ এম শওকত ওসমান (টেকনাফ উপজেলা সংবাদদাতা): নির্দোষ জনপ্রতিনিধি একরামুল হককে দিনের আলোয় তুলে নিয়ে গিয়ে রক্তে ভাসানো হলোনা, এটা বন্দুকযুদ্ধ ছিল না ।
এটা ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় খুন। বাচ্চার কান্না, স্ত্রীর আহাজারি, আর ফোনে গুলির শব্দ । এটা কি সভ্যতার নমুনা? নাকি একটা বিকৃত রাষ্ট্রের নগ্ন রূপ? একজন জনপ্রতিনিধি যদি বিচার ছাড়াই গুলি খেয়ে মরেন, তাহলে সাধারণ মানুষ কি কুকুরের চেয়েও অধম? জবাব চাই! বিচার চাই! এই খুনের পেছনে যারা ছিল তারা যত বড়ই হোক, তাদের গলা চেপে ধরা হোক আইনের শিকলে।
একরামের রক্ত এতো সহজে মাটিতে মিশে যাবে না। এটা শুধু একরামের মৃত্যু নয় এটা ন্যায়বিচারের গলায় ছুরি চালানো। আমরা থামবো না! আমরা চুপ করবো না! একরাম হত্যার বিচার চাই নইলে এই রাষ্ট্রের প্রতি ঘৃণা জন্মানো অন্যায় নয়!
টেকনাফের জনগণ এর বিচার চাই।