শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

দেরিতে শোকের পোস্ট, দুপক্ষের তীরে বিধছেন জয়া

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ১৫, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বড় তারকার জন্য ওৎ পেতে থাকে বড় শাখের করাত। যে দিকেই তিনি যাবেন, সইতে হবে যাতনা। জয়া আহসানের জন্য আজ ছিল সে রকম এক দিন। শোক প্রকাশে বিলম্ব হওয়ায় একহাত নিলো একটি পক্ষ, শোক প্রকাশের পর বিরোধী পক্ষ। শেষ পর্যন্ত কোনো পক্ষের মন রক্ষা করা হলো না দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর। এখন দুপক্ষের তীরে বিধছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বর্ষ আজ ১৫ আগস্ট। শোকের এ দিনটি এতকাল রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো। গত বছর গণ-অভ্যুত্থানে তার কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দিনটির ‘জাতীয় শোক দিবস’ স্ট্যাটাস বাতিল করা হয়।

দেরিতে শোকের পোস্ট, দুপক্ষের তীরে বিধছেন জয়াজয়া আহসান

গত ১০ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। তবে এ দিনটি আগস্টের অন্য ৩১ দিনের মতোই। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক পালন করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন শেখ মুজিবের স্মৃতির প্রতি। সেই তালিকায় রয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও। এরই মধ্যে আলোচিত বড় তারকারা শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন সেই তালিকায় আছেন শাকিব খান, মাহিয়া মাহি, আজমেরি হক বাঁধন প্রমুখ। কিন্তু জয়া আহসান কেন পোস্ট দেননি?

জয়া আহসানকে নানাভাবে হেনস্তা করছিল আওয়ামী সমর্থক একটি গোষ্ঠী। তাদের অন্যতম ডালটন সৌভাত হীরা লিখেছেন, ‘আওয়ামী আমলে গোপালগঞ্জ কোটায় প্লট পাওয়া, গণভবনে দাওয়াত খাওয়া জয়া আহসানও গোপালগঞ্জের। ওয়ালে শুনশান নিরবতা।’ এমনকি হ্যাসট্যাগে ‘বয়কট জয়া আহসান’ প্রচারণাও শুরু হয়ে যায়।

এ রকম আলোচনার একপর্যায়ে বিকেলে জয়া আহসান শোক দিবসের পোস্ট করেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সিড়িতে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা।’ এই পোস্টে অনুসারী ও অনুরাগীরা যেন প্রাণ ফিরে পেলেন। কিন্তু বাকিরা? কটূ মন্তব্যে ভেসে গেছে অভিনেত্রীর ওই পোস্ট। এমনকি আওয়ামী সমর্থকগোষ্ঠীও ছাড় দেয়নি তাকে।

ফেসবুকে সরব আওয়ামী সমর্থকগোষ্ঠীর অন্যতম সদস্য ডালটন লেখেন, ‘জয়া আহসানদের কেউ থ্রেট দিয়ে শ্রদ্ধা জানাতে বাধ্য করছে না। ১৫ আগস্টের বিকেল বেলা এসে নিজের ভিসা ও কাজ বাতিল হওয়ার ভয়ে যিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তার শ্রদ্ধাজ্ঞাপন ১৫ আগস্টে ৩২-এ ফুল দিতে আসা একজন রিকসাওয়ালার স্বতস্ফূর্ত শোকের কাছে কুৎসিত। আশফাক নিপুনের প্রপাগাণ্ডা ফিল্মে অভিনয় করা কেউ অন্তত বঙ্গবন্ধুর প্রতি এটুকু লোকদেখানো আচরণ না করলেই খুশি হতাম।’ নূর জাহান মুন্না লিখেছেন, ‘যাক এতক্ষণ পর হলেও পোস্ট দিলেন! ধন্যবাদ। তবে “জিম্মি” এবং নিপুনেও একাকার হয়েছিলেন!’

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরী ও জয়া আহসান অভিনীত ছবি ‘ডিয়ার মা’। ঢাকায় সর্বশেষ শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ঈদের সিনেমা ‘উৎসব’-এ অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাড্ডায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ১১ লাখ ৬৬ হাজার টাকা ‍উদ্ধারসহ তিনজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ

রূপসায় জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে বৈশাখী উৎসব

সাংবাদিক হলে এনসিপির প্রচারণায় কী করতেন, জানালেন প্রেস সচিব

যেমন ছিলেন প্রিয় নবী (সা.)-এর পিতা

রূপগঞ্জে সরকারি জমিতে ডাইং কারখানা জনস্বাস্থ্য হুমকির মুখে

“লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আন্তর্জাতিক যুব দিব

পাট চাষী দের প্রশিক্ষণ কর্মশালা

আজ থেকে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু

পরিস্থিতি পর্যবেক্ষণে কমলাপুর যাচ্ছেন রেল উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ রমজানে জিনিসপত্রের দাম বাড়াবে না