মো:মুক্তাদির রহমান শুভ (নারায়ণগঞ্জ সিটি সংবাদদাতা): নারায়ণগঞ্জে সিনিয়র সাংবাদিক পরিচয়ে তরুণ সংবাদকর্মীদের নানাভাবে হয়রানি ও অপমানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলার একদল তরুণ সাংবাদিক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, মোঃ ইমরান, মোঃ জাহিদসহ আরও কয়েকজন নাম অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানস্থলে গিয়ে তরুণ সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত করছেন। প্রকাশ্যে অপমান, অশালীন গালিগালাজ ও মারধরের হুমকির মতো কর্মকাণ্ড নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তারা। অভিযোগকারীরা জানিয়েছেন—এসব কর্মকাণ্ড তরুণ সংবাদকর্মীদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। এতে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং সহকর্মিতার পরিবেশ নষ্ট হচ্ছে।
এক তরুণ সাংবাদিক বলেন, “আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই। কিন্তু সিনিয়র পরিচয়ে এ ধরনের আচরণ আমাদের পেশাগত জীবনে আতঙ্ক তৈরি করছে।” এ বিষয়ে প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি প্রেস ক্লাব সভাপতি গ্রহণ করেছেন।
তদন্ত ও আলোচনার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। স্থানীয় সাংবাদিক মহলের মতে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা না হলে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও পেশাদার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।