মোঃ হাসান ( লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি দ্রুত সময়ের মধ্যে ৪ লেনে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হওয়ার প্রধান সংযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে লক্ষাধিক মানুষ যাতায়াত করে।
পাশাপাশি কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য ও রোগী পরিবহনের একমাত্র নির্ভরযোগ্য সড়ক এটি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সড়কটির নাজুক অবস্থা, রিকশা-অটোরিকশা ও ভারী যানবাহনের চাপ এবং যানজটের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সরকারি অবহেলার কারণে জেলার অন্তত ১৯ লাখ মানুষের চলাচলের জন্য বিকল্প কোনো সড়ক, রেলপথ বা আকাশপথ নেই।
জামায়াত নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে সড়কটিকে ৪ লেনে উন্নীত করার একটি প্রকল্প প্রস্তাবনা করা হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ২৬৬ কোটি টাকা। প্রকল্প অনুমোদন পেলেও অদৃশ্য কারণে এখনো টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হয়নি। তারা জানান, গত তিন বছরে এই সড়কে অন্তত ৪০টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৯ জনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, পৌর আমির এড. আবুল ফারাহ নিশান, পৌর সেক্রেটারী হারুনুর রশিদ এবং চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।